বাঘের পিঠে চড়ে তো গেছ,
নামবে বলো কেমন করে?
চড়ার আশা চড়িয়ে ঘাড়ে
কত মানুষ লাফিয়ে মরে।
দেখে তুমি মুচকি হাসো,
নড়েচড়ে বাগিয়ে বসো।
তুমি জানো চড়ার মজা
সাথে জানো নামার সাজা।
সবার শবের উপর দিয়ে
চড়ে তুমি বসলে গিয়ে।
স্থান কি তুমি সহজ ছাড়ো!!
পাঁক বাড়লেই পোয়া বারো।
আসছে কত চড়ার লোভী
ইঞ্জিনিয়ার,বদ্যি,কবি।
বাঘ আছে ভাই হাঁ টি করে
সবাই যাবে তার উদরে।
উপর থেকে তুমি হাঁকো
একজনা কেউ ছাড়বি নাকো!
বাঘ খেয়ে যায় আপন মনে
সময় নিজের আঙুল গোনে।
একদিন ঠিক নামবে নিচে
তখন ছাড়ান পাবে কিসে?
ভাবছো তুমি বাঘের মালিক?!
বাঘ বাবাজি উত্তর দিক।
বাঘ থাকেনা কারোর বসে
আছে নিজের রসেবসে।
মুখের কাছে গেলে বিপদ
ঘাড়ের থেকে নামলে বিপদ।
বিপদ আছে চড়লে পরে
আছে বিপদ নামলে পরে।
বাঘের কোন বিচার নাই
যেমনটি পায় তেমনি খায়।
চাওনা বাঘের পেটে যেতে?
পারবে তুমি খেটে খেতে?
তাহলেই বাঘ আসবে নাকো
তোমায় ছুঁতে পারবে নাকো।
বাঘ তাড়াতে ঢোল বাজাও
প্রেমানন্দে মানুষ গাও।