আরে কোথায় যাচ্ছো?
এতক্ষণ যখন দাড়ালে তখন আরো কিছুক্ষণ থাকো না।
আসবে গো আসবে,
বলেছে যখন নিশ্চয় আসবে,
কথার খেলাপ করবে না।
আচ্ছা ঠিক আছে,
যতখন না আসে ততখন না হয় গান করো।
কী বললে?
গান জনোনা?
তো কী হয়েছে!
কবিতা? কবিতা বোঝ তো?
নিজের মনে কবিতা বলো।
তাও জানা নেই?
বেশ বেশ। কোনো ব্যাপার না।
ওই দূরে যে আকাশ দেখছো,
ওখানে মেঘ আছে,
তুমি না হয় মেঘ গোনো।
আরে আবার কী হলো? চলে যাচ্ছো কেনো?
অত অধ্যৈর্য হলে চলে?
আসবে বলছি তো।
এই সময় হয়ে এলো বলে,
এই এলো বলে,
তুমি জনো চলে যেও না,
ভুল করেও না।
ঠিক আসবে,
তোমার মত তো আমরাও কবে থেকে অপেক্ষা করে আছি।