আকাশ থেকে জল নামিলে বৃষ্টি তারে বলে
গিলতে গিয়ে আটকে গেছে মাছের কাঁটা গলে।
উড়ো জাহাজ মাটির পরে ল্যাগবেগিয়ে চলে
কবি মানেই মাথার ব্যামো সব লোকেরাই বলে।।