আপন মনে
#সুমিতাংশু

আসবে না আসবে না
ভালোবাসা থামবে না।
লিখে যাবো আমি বকে যাবো শুধু
ছুটে ছুটে যাবো মানুষের পিছু।
যারা দাম্ভিক তারা মারবে
অহংকারী বাণী ঝাড়বে।
আমি শুনবো, শুনে হাসবো
আমি মিলনের গান গাইবো।
শুভ বিশ্বাসে আমি বিশ্বাস করি
মনের আনন্দে লেখা লেখি করি।
দিই নাকো কভু মিথ্যে খবর
খুঁড়িনাকো আমি প্রেমের কবর।
যেথা মন লিখে যাই।
মানুষে সেজন পাই।
আমি নাচবো আমি গাইবো
মানুষের সাথেই মিশবো।
আমি ভিকারি হবো, হবো মহারাজ
ভিক্ষে চেয়ে দান করা কাজ।
নিজের তো কিছু নাই।
বিলিয়ে দিয়েছি নিজেকে মানবতার আঙিনায়।
ঠিক ভুল আমি জনিনাকো কিছু
হিংসার কথা শুনিনাকো কিছু।
দ্বন্দ্বের স্থান নাই।
প্রেম সুধা ঢালি তাই।
সত্য মানুষ মানুষ সত্য
লক্ষ্য যে একটাই।