খুব আনন্দ, উৎসাহ খুব।
উঁ হুঁ, উঁ হুঁ...
নিয়ে আশায় নয়, যাওয়াতে।
বোঝা নামলো বুঝি?
ঘর থেকে অপদ বিদেয় হলো?
হবে হয়তো।
কোনো বিকার তো চোখে পড়লোনা,
অং বং ছং কাজ দেয়নি নিশ্চয়ই,
দিলে এত হুড়ুম দুড়ুম আওয়াজে....
সিংহ একজন, একজন মোষ
বেশ সুন্দর খাদ্য খাদক সম্পর্ক।
কেউ বলে নারীশক্তির প্রতীক
কেউ বলে দমনের।
আমার তোমার যুদ্ধেই দেখি ব্যাস্ত সবাই
বেশ লাগে পড়তে,
চলছে যখন চলুক না।
আসছে বছর নাকি আবার হবে!!