সূর্য কিন্তু তাপ ঠিকই দিয়ে যায়
চাঁদের আলোর জোছনায় ভাসছি সবাই,
গাঙ চিল মনে হয় নতুন দিনের বাণী নিয়ে আসছে
দেওয়ালের টিকটিকি সত্যিটা জানান দেয়।
গোশালিকের ডানায় স্বপ্নেরা ভর করে আছে
মাচার লাউটা পেকে গেছে কী?
সকাল বিকেল উনোনে আশার খিচুড়ি রাঁদছে পার্বতী
ক্ষেপা বাবা ফু দিয়ে জ্বাল উসকাচ্ছে।।