নাই বা পেলি সোনা দানা
নাই বা পেলি মান।
মানুষ সবাই, সবাই ভালো
এই কথাটি জান।
গুণী যারা বললো তারা
মানুষ বড়ো ভালো।
কেন রে ভাই খুঁজিস তবে
আলোর ভিতর কালো?
সবাই যদি বাসে ভালো
আর কি তবে চাই?
মানুষ হলো আসল রতন
সবাই বলে তাই।
কবীর বলে,লালন বলে
বলেন কবিগুরু।
তাদের বাণী হৃদে নিয়ে
পথ চলা কর শুরু।
মানুষ পাবি,মানুষ নিবি
মানুষ সনে বাঁচ।
দুঃখের দুঃখী সবাই জানিস
আগুন ফুলের আঁচ।
দুঃখ যদি সদাই ছড়াস
বসবে কেনো ভালো?
মুখের হাসি ফিরিয়ে দিলে
তবেই জীবন আলো।
আলো কালো মিশেল মাঝে
চুপটি করে বোস।
অন্যের দোষ দেখিস না আর
নিজের সকল দোষ।
অনেক দোষের এই যে দোশী
মাটির পুতুল বাস।
সবার চয়ে ছোটো আমি
মানুষ হবার আশ।