তুমিই দিয়েছো এই স্ফটিক বর্ণ প্রেম,
যা কিছু ছিল অচেনাার মোড়কে মোড়া
অনুভবের বনান্তের থেকে বহু দূরে,
তা আজ চোখ ছুঁয়ে ছুঁয়ে নামছে মাটির পড়ে।
মধুমিতা!তুমিই দিয়েছো এই উর্বরতা,
প্রতিটি রন্ধ্রে-রন্ধ্রে দিয়েছো মিলিয়ে
প্রেম ও বিরহের অলংকার;
যুগের সাথে সাথে কিছু সুগন্ধি আঁধার।
যেখানে সকল আলোর স্পর্শ ফিরে যায়,
রক্তচোষা জোঁকেরাও তাদের আহার হারায়-
সেখানে এক বুক ভালোবাসা ছড়িয়ে দিয়েছো,
যত ছিল নষ্ট ফুল সব কুড়িয়ে নিয়েছো।
যেখানে ঠন-ঠন করে পাথরে পাথর বেজেছে,
বিনা অপরাধে আমরন কারাবাস দিয়েছে হৃদয়কে;
পৃথিবীর গোপন আঁতাতকে করেছে জ্বালামুখী
সেখানে পরশ পাথর হয়ে ছুঁয়েছো তুমি।