গোলাপি নীলিমা দু'হাত তুলে
আমাকে যখন দাঁড়াতে বলে,আমি দাঁড়াই না।
ঘাড় নিচু করে অজস্র সিঁড়ি ভেঙে
উঠতে থাকি উপরে।
আমার পিছু দেখবার সময় নেই,
খুব ব্যস্ত এই জন সমুদ্রের ভিড়ে।
ধূসর বিকেলে সর্ষের ক্ষেত থেকে যখন
এক ঝাঁক রুপালি পায়রা উড়ে যায়
আমি দেখিনা তাদের।
বিদ্যুৎ গতিতে চলতে থাকি,উড়ন্ত মাকুর মতো।
আজ কয়েকশো বছর ধরে অনুভব করতে পারছি না
শ্রাবণের বিকেলে ভেজা বর্ষার চুম্বন।
ঝিঁ-ঝিঁ পোকার উল্লাস ধ্বনি,
ফাঁকা হাতে হাত বাজানো থপ-থপ শব্দ।
আমি এখন ভীষণ ব্যস্ত-
শহরের অট্টালিকার ছায়ায় দাঁড়িয়ে
কংক্রীটের মতো ভিড়ের দেয়ালে গা-ঘেসে
তুচ্ছ কিছু স্বপ্নকে উড়ান দিতে।