দেখা নেই আজ সেই দিন গুলার;
দেখা নেই,আর আমার মনেতে তোমার আনাগোনার।
দেখা নেই,নদীর মাঝে সবুজ দ্বীপের;
দেখা নেই,আজ শ্রান্ত-দীপ্ত প্রদীপের।
গিয়েছে কোথায় সেই ছেলেবেলার দিন গুলি;
হারিয়েছি পুরানো রং আর তুলি।
জীর্ণ স্মৃতি গুলি আজ হাহাকার করে;
সমস্ত দিনের শেষে শিশিরের পড়ে।
কোথা গেল সেই আমলকি বন;
বাবলা,অশ্বত্থ আর তাল বন।
সারি সারি কত গাছ আমের;
জামরুল,শিরীষ ও জামের।
কত কত চেঁচামেচি হুরোহারা করে;
খেলেছি আনন্দে তাহার উপরে।
আজ তারা মিশে গেছে সকলের ভিড়ে;
ফুল আর ফোটেনা সেথা পাতা ঝরে পড়ে।
কত হাসি কোলাহল ব্যঞ্জন-কুঞ্জন;
মাঝে-মাঝে শোনা যেত কাহারও রোদন।
আজ কিছু নেই সেথা শূন্য পরে আছে;
মাটির অনেক নীচে সব তলিয়ে গেছে।