নীল পায়রার দ্রীপ্ত রঙের ডানা;
পরিমল লোভে মধুকর দেয় হানা।
ঝাঁকে ঝাঁকে আসে ফিঙে-বুলবুলি;
নানা রঙে মেতেছে দেখ-ফুলেরও কুঁড়ি।
আম আঁটির ভেঁপু বাজছে সুরে সুরে;
কাক-চিল ডেকে যায় কোন সে দূরে দূরে।
নীল পায়রার দ্রীপ্ত রঙের ডানা;
ডাকিও না আর,করি তোমায় মানা।
তোমার ওই মধুর গন্ধ্যের স্বরে;
ডাকতে ভুলেছে দোয়েলটি প্রাণ ভরে।
নীল পায়রা তুমি লাল হও;
ওই ময়নাটির মতো কথা কও।
বর্ষার জলে নাচো ময়ূরের মতো;
শরতের মেঘ হয়ে ভেসো শত শত।
ওই যে ঐ হিজল ছায়ার তলে;
চড়াইটি এসে ডাকতে তোমায় বলে।
নীল পায়রার দ্রীপ্ত রঙের ডানা;
ডাকিও না আর করি তোমায় মানা।