আমার নিঃশ্বাস আটকে আসছে,
আমি আর দম্ ছাড়তে পারছি না।
হাতের তালু উল্টে কপালে ঠেকিয়ে দেখি!
না,জ্বর তো আসেনি।
তবে শরীরের এমন ভাব কেন?
মাথার চুল এলোথালো,শুষ্ক।
আমার নিঃশ্বাস আটকে আসছে আবার।
একটু জল,একটু জল দাও কেউ
না-না তুমি নয়,তুমি দিয়ো না-
তোমার হাতের জলের স্পর্শে
আমার জীবন নয়,
মৃত্যু লুকানো আছে।
কাছে এলে কেন তুমি আবার?
দূরে ছিলে ভালোই তো ছিলাম।
একবার কাছে এসেছিলে সেই কবে,
সেই কষ্টই এখনও ফুরালো না।
আবার কেন তবে আসা-
মন ভোলানো ভালোবাসা।
যে ক্ষত গুলি মিলছিল ধীরে ধীরে
কাছে এসেই কেন তা আবার জাগালে।
বলো!কেন আবার আসলে?
কতটুকু বেঁচে আছি তা দেখার জন্য?
না কি সত্যি কোন দিন ভালো বেসেছিলে,
ভালোবাসা খেলার ছলে।