আমার হাড়পোড়া ধুলো জঁমাট বেঁধেছে
কবিতার খাতায়,বইয়ের ভাঁজে।
মরচে পড়া চুল উড়ছে,
চোখের তলায় আগুন জ্বলছে।
বাতাসের তাপে সূর্য কাঁপছে,
ডোঁরাকাটা ছায়া আমায় ঘিরছে।
আমি সাহারার বুকে পদ্ম খুঁজেছি
ছেঁড়া ডায়েরির পাতায় মরতে চেয়েছি,
বিরহের 'তাতে' পুড়তে চেয়েছি।
ব্যর্থ হল সব,মরণ এলো না
যার জন্য বাঁচব ভাবি
তারেও আর পাওয়া হল না।
আমি সিন্ধুর আঁধারে হাঁটতে বেড়িয়ে
হোঁচট খেয়েছি বারে বারে,
আমি রাত্রির আড়ালে মুখ গুঁজে
কেঁদেছি অনাদি সুরে।
যে সমুদ্রে সুখের জাহাজ হাসছে
আলুথালু ঢেউয়ের তালে ভাসছে,
ভরাডুবি হলে সে তরী
কেমনে গাহিব গান,বৃথা হুড়াহুড়ি।
হাড়পোড়া ধুলো জমাট বেঁধেছে,
আমার কলম ও জানালার পাশে।
পার হয়ে এসেছি দুঃখ,তবুও কেমনে ভুলি,
দুর্জয় আশ্বাসে আবার প্রদীপ জ্বালিয়ে তুলি।