আর কিছুই রইল না।
না কবিতা,না কোন গান।
না আলমারির তাঁকে সাঁজানো
দু'এক খানি গল্পের বই।
ফুলদানির ফুল গুলিও আছে সব
মাথা নামিয়ে নীচের দিকে চেয়ে।
আজ আর কিছুই ছিল না-
মাথার পাশের খোলা জানালা দিয়েও
বাতাস বওয়া থেমে গেল।
অভিমানের আগুনে জ্বলতে জ্বলতে
আরশি খানাও ভেঙে দু'ভাগ হল।
আর কিছুই রইল না;
যে কথা শুধু আমার জন্য তোলা ছিল
তা আজ অন্য কারও হল,
যে হাসি শুধু আমারই ছিল
তা আজ রাগরক্ত ভাব ধারণ করল।
যে নাম আমার প্রিয় নাম ছিল
সে নাম আজ পর হল।
আমার টেবিলের ওপরে রাখা
জলের গ্লাসও আজ ফাঁকা।
কেন যে আজ আর কিছুই রইল না?
শুঁকিয়ে গেছে আমার দালিম গাছটা,
মাটিও চোঁখ বুঁজেছে আমার পায়ের স্পর্শে।
জুঁই,শিউলি ঝরে লুটাপুটি খাচ্ছে,
আর কিছুই রইল না-
সত্যি!আজ আর কিছুই রইল না।