শূন্য দিগ্বিদিক-একা,আমি একা
নিথর বালুচরে-একা,বড়ো একা।
অনেক ঘুরেছি আমি নির্জন পুড়ে,
অনেক হেঁটেছি পথ বহু দূরে দূরে।
আজ আমি বড়ো ক্লান্ত-
তারারাও হয়েছে দেখ অবিশ্রান্ত,
বাতাসের প্রতি দোলায় দোলায়
অদ্ভুদ কি যেন ভেসে বেড়ায়।
এ-শুধু একলা চলার পথ
সারথি নেই,নেই যার রথ।
আছে শুধু শিশির ভেজা জল,
চোঁরকাঁটা আর শ্যাওলার দল।
শূন্য দিগ্বিদিক-একা,আমি একা;
নির্জন প্রান্তে আবার যদি হয় দেখা!
যেথা সেই বনফুল-
পূর্ণ নদী হয়েছে ব্যাকুল।
মেঠো পথে হেঁটে হেঁটে দিন হল সারা,
দোয়েল-বুলবুলির গানে চারিদিক হারা।
কোথা সেই পলাশের বন-
কচি কলার পাতার দোলন।
ফুল,নদী,মেঘ সব আকাশে ভাসে,
বসন্তের পরে বসন্ত ঝরে ঘাসে।
মন আজ হয়েছে শান্ত-একা,আমি একা,
নিথর বালুচরে-একা,বড়ো একা।