আরও কত,আরও কত ব্যথা দেবে মোরে
হৃদয় চিরে শূন্য করে,
আরও কত ঝরাবে তুমি
আঁখি হতে সজল পানি।
ছিল যত মোর প্রিয়জন,
কেঁড়ে নেওয়ার ছিল কি এতই প্রয়োজন?
নিয়েছ তুমি আমা হতে সব,
কোরোনাকো আর কলরব!
এবার তুমি থামো-
স্থির হও,এই হৃদয় মাঝে নামো।
আমি জানি তুমি এক-মনা,
এবারণ তুমি শুনবে না;
তবুও সাঁধিতব করজোড়ে,
শূন্য করে আর রেখোনা মোরে।
এই বিশ্বমাঝার সবই তোমার সৃষ্টি,
আলো দাও,দাও মোরে দৃষ্টি।
তব চরণে রাখিব মাথা,
থাকিবেনা আর কোনো বাঁধা।
তবুও যদি মন নাহি ভরে,
প্রাণ নাও এ-দেহ শূন্য করে।