আমাকে দেখাও তুমি নীলাভ সাগর,
ধূসর বালুঝড়।
আমি তো দেখতে চাই,আমার জীবন -
রুদ্রমন্ত্রে,বাণীহীন প্রতিক্ষায়।
তুমি আমাকে দেখাতে চাও-
দূরে কোনো জনহীন ভূমি,
নীরব নিশীথে!
তৃষ্ণার আতুর অন্ধকার,নৈরশ্যের ভিড়ে।
আমি যেতে চাই,স্বচ্ছ আনন্দের মাঝে
বসন্তের উৎসবের পথে।
কেন তবে নিয়ে য়াও মোরে
গীতহীনা সিন্ধুর আঁধারে।
আমি দেখতে চাই,রজনীর তারা
সমস্ত দিনের শেষে;
দেখব আমি, সূর্যাদয়
পূর্বাকাশে চেয়ে।
কেন তবে দেখাও তুমি-
ডাইনির হাসি,রাগরক্ত ছবি;
বেদনা পদ্মের বীনাপানি
ছিন্নপুষ্পের বৃন্তগুলি।
আমি শুধুই দেখতে চাই-
মুগ্ধমনে হাসির খেলা
গোটা বিশ্বজগৎময়,
কেন তবে দেখাও তুমি,অলক্ষ্মীর সঞ্চয়।