আর নয়,নিশার তিমির
আর নয়,ঐ হাড় কলঙ্ক।
চাই না আর,তিলোত্তমা স্বরে
অক্লান্ত আগুনের আহুতি হতে-
কালাচ্ছন্ন কালের কিনারায়
দেখেছি তা,মানুষের যা হবার নয়।
রাত্রির বুকে সকলি সূর্যদয়
উষ্ণ-স্থির প্রেমের অভিনয়-
আর নয়,ঐ ভূমধ্যসাগরের আভায়,
মানুষের বেদনা ও সংবেদনায়।
কত কত বসন্তের নাম ভুলে যাওয়া
প্রেয়সীর এক নিশ্বাসের হাওয়া-
আর নয়,ঐ মাধবীনীলিমা,
ঘড়ির সময় ভুলে যাওয়া।
যারা শিকারীর মতো হত্যা করে,
লোহার রুদ্ধ কারাগারে।
আর নয়,ঐ রাত্রির ছায়ায়,
উল্লোল সংগীতের সঙ্গতায়,
আর নয়,ঐ লোহিত সাগরে
শ্রীমতির রুক্ষ কেশরে-
সূর্যালোক নেই যদিও-
স্বরণীয় চোখের জলে তবু-
কমলার মতো লাল গাল নিয়ে,
ত্রিভুবনের আঁধার ঠেলে দিয়ে,
আয়ুর দিন গোনা হয়েছে বুঝি শেষ
আর নয়,আর নয়-ঢের হয়েছে বেশ।।