কোনো একদিন পার হবো সব
হাতি-ঘোড়া-পালকি ও সমুদ্দুর।
নিঃসঙ্গ ভাবে চলবো আঁকাবাঁকা পথে
ডানের গলি ছেড়ে বামে হাঁটব অনর্থক।
কোনো একদিন ভরা দুপুরে চাঁদ ডোবাবো
আর রাতের আঁধারে হবে সূর্যদয়।
রক্তিম ওষ্ঠে অরণ্যের গন্ধ লেগে থাকবে
দোয়েল পাপিয়ারা এসে চুমু খুঁজবে পাতালে
উজ্জ্বল দাঁতে বিদ্যুৎ চমকাবে
আর,সুমেরু পর্বতে ভাসবে গঙ্গানদী।
কোনো একদিন চৌরাস্তার মোড়ে নামবে স্বর্গরাজ্য
নৌকা বেয়ে আসবে চিরন্তন শান্তি
কোনো একদিন আকাশ চাইব না,চাইব রোদ্দুর
কোনো একদিন আর প্রেম চাইব না,চাইব মৃত্যু!