তুমি আমার গভীরতম দুঃখ হবে?
সেই দুঃখ যার কথা মনে হলে
দুচোখ বেয়ে নেমে আসে ফেনীর বন্যা।
যার কথা মনে হলে হৃৎপিণ্ডের বাম
অলিন্দের কপাটিকা বন্ধ হয়ে যায়।
তুমি আমার গভীরতম দুঃখ হবে?
সেই দুঃখ যার কথা মনে হলে
সুদীর্ঘ রাত নিমিষেই ভোর হয়ে যায়।
যার কথা মনে হলে আলোর বিপরীতে
অন্ধকার দিয়ে সাজাই দুঃখের সংসার।

তুমি আমার গভীরতম দুঃখ হবে?
সেই দুঃখ যার কথা মনে হলে
একশো চার ডিগ্রি জ্বর নিয়েও
বৃষ্টিতে ভিজি টানা ছয় ঘন্টা।
সেই দুঃখ যার কথা মনে হলে
নিজেকে রাতের আলোয় ভাবতে শুরু করি
রাত বিরাতে নিজেকে পোড়াই
ছড়িয়ে ছিটিয়ে ফেলি রাখি অ্যাস্ট্রের প্রান্তে।
তুমি আমার গভীরতম দুঃখ হবে?
সেই দুঃখ যার কথা মনে হলে
সমুদ্রকে প্রেমিক ভাবতে শুরু করি
সময়কে থামিয়ে দিয়ে কাটিয়ে দিই সুদীর্ঘ এক রাত।
যার কথা মনে হলে পাহাড়ের চুড়ায়
রোদে পোড়াতে পোড়াতে হঠাৎ
চিৎকার দিয়ে উঠি 'আমি তোমাকে ভালোবাসি ' বলে।