তুমি চাপলিফুলের মতোই সুন্দর!
তুমি কাঠগোলাপের মতোই উষ্ণ!
গৌধুলির স্পর্শকাতর স্নিগ্ধ শীতল
হয়ে ধরা দেওয়ার সময় তো এলো!

স্বাধীনতাও দেখেছি কালো আকাশে!
শুধু তুমি উদয় হওনি,
দেখা দিচ্ছ নাহ আমাকে!
দেখা দাও সারা দাও সঙ্গে ডাক
ডোল কিংবা চুপিসারে!  
অপেক্ষমাণ  মনটাকে ভরে দাও
তোমার আগমনী আলোতে।

আমি ভালোবাসি শুধু তোমাতে
তোমার আগমনে ফিরে চলি বারে বারে,
ছয়টি ঋতুতে ঘিরে চলে অনাবিল দিন কাল
তোমার অপেক্ষা তে আমি থাকবো বার মাস।