রোদের মাঝে শীতল বাতাস
সমুদ্রের তলে স্রোত দেখি
আর  ভাবনায় থাকি,
অপেক্ষাতে আকাশ লিখে রাখি
তবে তা প্রকাশ আমার সাধ্যের বাইরে।
কল্পনাতে তোমায় রেখেছি অনেক যতনে
তবে তুমি যত্নেই থেকো মনের মাজারে !