যদি কখনো দমে যাও তবে একবার পিছনের
দিকে তাকাও।জীবনে তো অনেকবার হেরেছ।
এবারও কী হেরে যেতে চাও তুমি!!
যদি তাই চাও তবে দমে যাও।
কেউ তোমায় ইন্সপায়ার করবে না।
আর যদি তা না চাও তবে লড়াই কর।
নিজেকে বিলাসী করা আর নিজের
ক্যারিয়ারকে বিসর্জন দেয়া সমান কথা।
ভোর দেখার আনন্দ আর ঘুমানোর সুখ কখনো
একসাথে অনুভব করা সম্ভব নয়।
জীবনে তুমি বারবার হেরেছ তাই হতাশ লাগছে?
কেন এতো হতাশ হও?
জীবনে অন্তত একবার জয়ী হও তুমি।
কারন তোমার একটি জয় হাজারটা
পরাজয়ের গ্লানি মুছে ফেলতে পারে।
পারলে তোমার হাজারটা পরাজয় আগামীতে
একটি জয়ে পরিণত করো যে জয়টা হবে সাদা
এপ্রনের বিজয়।