টাকার সাথে দেখা হলো,
দেখলাম তার পকেটে শুধু মানুষ আর মানুষ,
মুখগুলোর মধ্যে কিছু ছিল বেদনাবোধ,
কিছু ছিল অবহেলা, আর কিছু ছিল ক্ষোভ।
বললাম, "তুমি কি সত্যিই জানো,
মানুষদের জীবনে কি থাকে?"
সে হাসলো,
আর বললো, "মানুষ টাকা  ছাড়া  কিছুই নয় ,
তবে তাদের মাঝে আমি ছড়িয়ে দিচ্ছি ক্ষোভ,
এবং তাদের পকেটে ভরে রাখছি স্বপ্নের নাম।"
দুঃখের সাথে দেখা হলো,
দেখলাম তার চোখে জলের ঢেউ,
মলিন হাসির আবরণে
লুকিয়ে রাখা গভীর ব্যথার রং !