বহুদিন একটা জায়গা বা সম্পর্কে থাকার পর
সেই জায়গা ও সম্পর্ক থেকে বেরিয়ে এসে
অনেকটা দূরে দাঁড়িয়ে– দূর থেকে
জায়গা কিংবা সম্পর্কটার দিকে তাকালে
নিজেকে খুব উজবুক মনে হতে থাকে!
একটা সময় ভাবতাম
আমি ছাড়া এই জায়গা ও সম্পর্ক অসম্পূর্ণ–শূন্য।
অথচ এক অবেলায় সরে এসে দূরে দাঁড়িয়ে–
দূর থেকে তাকিয়ে বুঝতে পারি
কতটা ধোঁকায় পড়লে
এমন বোকার ভাবনা ভাবতে পারে মানুষ!
কী ভীষণ সম্পূর্ণতা নিয়ে পরিপূর্ণ হয়ে আছে আমি হীন!
কী ভীষণ আলো ঝলমলে কাটছে তাদের প্রতিটা দিন!