দূরে দাঁড়িয়ে,তোমার পানে তাকিয়ে
মোর ইচ্ছেগুলো সাজাই।
শুভ্র মেঘের আড়ালে,
নীলাভ সজ্জিত বেশে তুমি লুকিয়ে,
স্বল্প সব  সময়েই...
তোমার চাঁদ মাখা মুখের মায়ায় পড়ে যাই।
শুভ্র মেঘ বৃষ্টি সবাই জানালে বিদায়
তোমার রূপে,আমার হয় ভয়
আমি ভীরু বেশে তোমার পাশে,
কিভাবে বলবো তোমায় ?
"লজ্জাবতী রূপ লাজুক তুমি
লাগছে আজ পরীরূপ তোমায়"।।

নীল সাজের মাঝে সন্ধা বেলা  
যখন কিরণ দুষ্টুমির খেলা খেলে
শিশুবৎ স্বভাবসারল্য তুমি,
আমার অবাক করলে  হৃদয়ে,
তোমার বাচ্চামিতে প্রশান্তির ছায়া মেলে।।
আমার হৃদয় গুলো,শুধু মোরে শুধায়,
এত প্রাণবন্ত সৌন্দর্যে তোমার মায়ায়
কি দিয়ে বানিয়েছেন স্রষ্টা তোমায়?
মুগ্ধ আমি,পুলকিত আমি,
পলকহীন দৃষ্টিতে দেখতে পাই তোমায়।।