তোমার চোখে দেখি স্বপ্নের আলো,
যেন রাতের তারায় জ্বলছে ভালো।
তোমার হাসিতে বাঁধি জীবনের গান,
সেই সুরে বেঁধে রাখি হৃদয়ের তান।

তোমার ছোঁয়ায় মাখে সকালের রং,
আমার পৃথিবী হয় আরও সুন্দর ।
এই ছবিতে জমে থাক স্মৃতির মায়া,
তোমার ছায়ায় কাটুক জীবনের ছায়া।