বাঁচতে দেয়নি মাগো আমায় এই দুনিয়ার মানুষ
আপন বলে যাদের জানো তারাই অমানুষ।
কষ্ট দিয়ে মারলো মা গো মা ধরল গলা চেপে,
এই পৃথিবীর কেউ দেখেনি আমার মরণ জালা।
ওদের মনে ছিল না মা তিল পরিমাণ মায়া কান্না করে বলছি গো মা একটু কর দয়া।


গায়ে জড়িয়ে ধরল ওরা গলায় দিলো রশি কোন পরাণে বলবো গো মা মানুষ, ভালোবাসি।
শুনো গো মা এখন আমি অনেক ভালো আছি পর পরে আমরা দুজন থাকবো কাছাকাছি, মাগো তোমায় ভালোবাসি। কোন পরানে বলবো মা গো বুকে অথই ঝড়
ঝড়ের মধ্যে সেই নদী করছে পারাপার। সুখে থেকো দুনিয়ার বুকে সাবধানতা হয়ে, মানুষ নামের প্রাণী গুলো পশুর রূপান্তরে। ভালো থাইকো সাবধানে।





                               মুনতাহিনা