আমি কবিতা পড়া ছেড়ে দিয়েছি তোমাকে পড়বো বলে। তোমার কাজল কালো চোখ যেন নির্জন কোনো গভীরতম দ্বীপ। তোমার ঐ চোখে ভালোবাসা খুঁজতে খুঁজতে গহীনে হারিয়ে যাই বারবার। তোমার চোখের ভাষা পড়বো বলে আমি কবিতা পড়া ছেড়ে দিয়েছি। তোমার অধর ছুঁয়ে যেন বয়ে গেছে স্বর্গোদ্যান। আমি কবিতা পড়া ছেড়ে দিয়েছি তোমার ঠোঁটের ভাঁজে লুকিয়ে থাকা সূক্ষ্মরেখা গুনবো বলে। তোমার এলোমেলো চুলে লুকানো এক নির্জন রাত। আমি এ রাতের পথ পাড়ি দিয়ে ভোর দেখবো বলে কবিতা পড়া ছেড়ে দিয়েছি।