আমারা শুধুই মানুষকে হারাই
অথচ আমৃত্যু বয়ে বেড়াই তাদের থেকে পাওয়া
অদৃশ্য স্মৃতি গুলো ,
বয়ে বেড়াই অস্পর্শনীয় অনুভূতিও
কেউ কেউ মানুষের সঙ্গে সঙ্গে নিষ্পত্তি পেতে চায়
স্মৃতি কিংবা অনুভূতির থেকেও
সেটা কি সম্ভব বল!
মানুষ নিজের আত্মতুষ্টির জন্য বাঁচলেও
অদৃশ্য কিংবা অস্পর্শনীয় বস্তুর বাস মগজে
তুমি না চাইতেই -
রক্তক্ষরণ ঘটাবে তোমার হৃৎপিণ্ডে
কখনো বা বৃষ্টি নামাবে চোখের কোণে ,
কখনো আবার ভস্মীভূত হবে ঠোঁটের কোণে
তারা বারংবার ফিরে আসবে নস্টালজিক ছায়াপথ ধরে
মগজ,অলিন্দ ভেদ করে তোমায় স্পর্শ করাবে
অবলিলায় মুছে দিতে চাওয়া সেই আমাতে
বিচ্ছেদের সেই আমাতে!