রাতের আঁধারে হেঁটে চলি নীরবে,
শোনতে পাই নিজের পায়ের আওয়াজ।
পথ এগোলেই হারিয়ে যায় পথ,
পেছনে ফিরে দেখি কুয়াশার আঁধার।

প্রকৃতির নীরবতা মনে ভয় লাগে
কে যেন ডাকছে আমায়,
একবার ডেকে হারিয়ে যায় আবার
খোঁজে ফিরে তারে নাহি পাই ।


জোনাকিরা আলো জ্বেলে আঁধারের মাঝে
ঝিঁঝিঁপোকা লুকিয়ে ডাকে বারে বারে,
চাঁদের রুপালি আলো ছড়িয়ে চারিদিকে
বয়ে যায় একরাশ মৃদু বাতাস ।


সারাদিনে ঘুমিয়ে থাকার পর তারারা এবার জেগে ওঠে
আঁধার আকাশে ঘিরে থাকে তাদের রাজত্ব!
ডাহুকটা অনবরত ডেকে যায়,
বাদুড়েরা পাখা ছড়িয়ে ছুটে খাবারের সন্ধানে।

কোলাহল থেমে যায় ব্যস্ত পৃথিবী ঘিরে
দু’চোখ জুড়ে নেমে আসে ঘুম,
আযানের ধ্বনি শুনতে পাই দূর মসজিদে,
নিদ্রার মাঝে হারায় সারাদিনের ব্যস্ততা অনিয়ম করা দিন।