পুরুষ তুমি কালো হও বা সুন্দরী,
যে নারী তোমার মায়ায় পড়বে,
তার কাছে তুমি রাজ্যের রাজা ।
রূপের সীমায় নেই তোমার মান,
তোমার স্নেহে জাগে জীবনের গান।
সৌন্দর্য কি শুধু বাহিরের আলো?
তোমার হৃদয়ে আছে অপার ভালো,
তোমার ভালোবাসায় নারী হবে দাস,
তুমি তার জীবনে, অনন্ত আকাশ।

তোমার চোখের চাওয়া, মনে আনে আলো,
তুমি ছাড়া সে জীবন রাখে কেবলই ছায়া কালো।
পুরুষ তুমি যে-ই হও, যেমনই হও,
তোমার প্রতি ভালো বাসা কমবে নাহ,
কমবে না মায়া মমতা, তোমাকে ভালো বেশে
এক জীবনে ভরবে নাহ প্রাণ প্রিয়তমা।
তেমার আদিখ্যাতায় চেয়ে দেখি সারাক্ষন
তবুও ও যেন শেষ হয় না আমার দেখা অতৃপ্ত তা
আজীবন, ভালোবাসি বলে যাব আজীবন।
তোমার ভালোবাসি বলে পথ চেয়ে থাকি
তোমাকে হারানোর ভয়ে সারাক্ষন কান্না করি।
তুমি চিরকাল রাজ্যের রাজা হয়ে থেকো
পাশে আছি সারাজীবন ভরসা রেখো।


                               প্রিয়তা:আশিক