এই শহর তোমার আমার
আমাদের বলতে কিছুই নেই।
তুমি আমি বহুপথ চলে গেলেও
একসাথে হাটা হয়নি।
তুমি আমি বেঁচে থাকবো
হাজার ও অব্দি -
শেষ হবে না কোন সন্ধি।
তুমি আমি বেঁচে থাকবো
হাজারো যুগ ধরে,
নেই কেন অভিযোগ,নেই কোন উপমা
পৃথিবীর বুকে তোমার না
পৃথিবীটা আমারও না হোক
পৃথিবীটা আমাদের হোক সকলের।
সার্থক হোক সব অমিলন ভালোবাসা
যেখানে থাকবে নাহ কোন অভিমান আকুলতা,
সার্থক জীবন ভালোবাসা হবে নাহ কোন অবহেলা।