সবার একজন নিজের মানুষ হোক
একদম নিজের সব থেকে আপন,
পৃথিবীর শত কোটি মানুষের ভিড়ে
শুধুই ওই একজন মানুষ।
যাকে নিয়ে চিৎকার করে বলা যাবে
আমার একজন নিজের মানুষ আছে
যে আমার একান্তই ব্যক্তিগত!
যে না থাকলে বোঝাই যেত না
ভালোবাসার পূর্ণতা কতটা
সুন্দর বা তাকে না পেলে
সেই অপূর্ণতা যে কতটা ভয়াবহ!
সবার একজন নিজের মানুষ হোক।
যার কাঁধে মাথা রেখে জ্যােৎস্না
গায়ে মাখানো যাবে অবলিলায়।
যাকে ইচ্ছে মতো রাগিয়ে
আবার অভিমানও করা যাবে।
যে বুঝবে সব সবটা,
জোনাকির আলোর ঝলকানিতে
যার দিকে তাকিয়ে মুগ্ধতায় চোখ আটকে যাবে।
যে মানুষটা বৃষ্টি ভেজা মেঘলা দিনে
মন খারাপের সাথী হবে।
যার কাছে লুকিয়ে রাখার মতো কিছু থাকবে না।
যে বসন্ত ফুরিয়ে গেলেও হারিয়ে যাবে না
যে পাশে থাকবে একেবারে ছায়ার মতো।
যে আকাশ জুড়ে তারার খেলায় জ্যোৎস্না মাখা গল্প
শত ভুলের বারণ হয়ে ভালোবাসারই কারণ হবে।
সবার একজন প্রিয় মানুষ হোক একদম নিজের,
যে হবে একান্তই ব্যক্তিগত সম্পদ।
আমার প্রিয় মানুশ টা আমার হোক!