আমি আর আগের মত উচ্চ বিলাসী স্বপ্ন দেখিনা!
সারাক্ষণ হরেক রকম স্বপ্ন দেখতাম
নতুন করে কোনো স্বপ্ন দেখতে গেলেই
অতীত তিক্ত বিরক্ত স্বপ্নেরাই চেঁচিয়ে উঠে বলে!
"এই হারামজাদা একই স্বপ্ন আর কতবার দেখবি?
আমাকে আর কতবার স্বপ্ন হারানোর যন্ত্রণা দিবি!"
অতিথি পাখি হয়ে এসো ভ্রমর হয়ে নয়
কারণ অতিথি পাখি নিরাশায় জোৎস্নার পালক ফেলে
কিন্তু ভ্রমরের মতো যন্ত্রণা নয় !