দুঃখ কষ্ট বুকে চেপে-রেখে জীবন কে দাওনা সান্ত্বনা,
সমস্ত প্রতিবন্ধকতা ভেঙ্গে চুরে আনতে হবে সফলতা।
তুমি কি দেখ না অবহেলিত শিশু,পথিকের হাহাকার?
পড়িতে পারে না,খেলিতে পারে না,জানে না তাহার অধিকার।
আজকে যে তার বাঁচার কথা প্রতিটা শিশুর ন্যায়,
কেন সে আজ বঞ্চিত সমাজে
কে দেবে তার রায়?
কি দরকার এই সমাজ-প্রেম আজ দেশে?
যদি না পারে প্রতিটা শিশু বাঁচতে নিজের বেশে!