খোলা ফাঁকা মাঠ পড়ে আছে
পাখিরা আজ বসছে না গাছে,
কোথাও হয়তো লুকিয়ে আছে কাছে
পাখিগুলো আজ বড্ড অভিমান করেছে।

ডায়রী নিয়ে বসে আছি একা
আকাশের সাথে মাঠগুলোও আজ ফাঁকা,
উড়ছে ধূলো নড়ছে না কোনো পাতা
ভাবছি গল্প, তবু লিখছি না কবিতা।

দূরে কোথাও শোনা গেলো একটি ডাক
হয়তো পাখি কিংবা কোনো কাক,
ভাবছি এবার শেষ করি কবিতার শেষাংশ
পাখিরা কি আজ হলো নাকি নির্বংশ?

আজ তবে চলে যাই উঠি
কবিতার হয়েছে ব্যাধি,
আবার আসবো অন্য কোন দিন
পাখিদের দেখা মিলবে যে দিন।