আমার অস্তিত্ব জুড়ে কতো স্বপ্নের বাস
অথচ আমার নেই নিবাস,
বাস্তবতা ঘিরে মরিচিকার মায়া
জীর্ণশীর্ণ দেহ টাকেও ছেড়েছে
নিজের ছায়া আত্মবাস।
চোখে স্বপ্নের মৃত্যু হ্নদয়ে ঢেউ
দেখেও দেখে না মনুষ্য কূলের কেউ,
স্মৃতির অন্তরালে ঘুণে খাওয়া কাঠ
অবেলায় চুকবে বুঝি জীবনের পাঠ।