প্রেমের পথের প্রেমিকবেলা
খোপায় তোমার লুকিয়ে ছিলো নীলাভ ঢেউয়ের রাশি
অধরের মাঝে ফোটালে তুমি লাল গোলাপের হাসি
তোমার উদার বুকের মাঝে অবিরাম দেই ঘুম
ডাগর দুখানি চোখের পাতা বলে দেয় ভুলের মাসুল।
কোন আকাশের তারায় তোমার নাকের ফুলটি দিলে
কোন ভ্রমরের পালকে সাজালে টানাটানা দুই ভুরু,
নীলের গালিচা দুই পায়ে দলে পথ চলা হল শুরু
কার বাগানের কাঁচা হলুদে শরীর রাঙায়ে নিলে।
রূপার পানিতে ভিজায়ে আঁচল ঢেউ তুলে ডুব দিলে
উথলিয়া ওঠা ঢেউগুলো বলো কার মনে দেয় দোলা
হলুদ আঁচল বাতাসে দোলায় ভেজা চুল রয় খোলা
সবুজ আঁচলে লাল শাপলা ফিক করে হাসে বিলে।
তোমার পথের চিহ্নে চলেছি আঁধারের পথ কত
বিলের কোমর পানিতে নেমে শাপলা শালুক তুলে
বাড়িয়ে দিয়েছি তোমার প্রতি অচেনা মনের ভুলে
গভীর রজনী কাটিয়ে দিয়েছি জোছনায় অবিরত।
প্রেমের পথের প্রেমিকবেলায় স্মৃতির সাগরে হেঁটে
রাখবে কেমনে ফুলের বাগানে সুরভী খিলান এঁটে
আজকে তোমার নরম দুগাল আমার দুহাতে তুলে
তোমার ডাগর দুচোখ পানে চেয়ে গেছি সব ভুলে।