যে নিয়মটা মানছো সেটা
তোমার বানানো খাঁচা।
খাঁচায় বসে যায় না শেখা
পৃথিবী নিঙড়ে বাঁচা।