নিঃসঙ্গতা একটা ব্যাধি একটা অসুখ।
একটা যুদ্ধ -একটা অপ্রকাশ্য পাপ।
না দেখা যায়, না ছোঁয়া যায়
ধরা ছুওয়ার বাইরে না মরে যাওয়া যায়।
ঝিম ধরে বসে থাকা পরের জন্য বাঁচা।
নিঃসঙ্গতা ঘুন পোকার মতো।
খেয়ে ফেলে মগজ, আত্মা।
কেটে ছারখার করে সুখ, সত্তা।


এক কাপ চা বাসি হয়ে যাওয়া
একটা বইয়ের পাতায় আটকে থাকা।
নিঃসঙ্গতা মানে হাজার ভিড়ে একলা হাঁটা।
বলা কথাগুলো না বলে যাওয়া।
নিষিদ্ধ পথের পথিক আমার দুঃখ আমার সাথী
আঁধারে এই বসবাস আমার বিষন্নতাই বাতি।

নিজের জীবনে নিজে শুষে নিজেকেই নিজে দোষী
আবার তিথিত বসিয়া একা নিজেরে নিজেই তোষী
ফলাফল  শূন্যতা আর বিষণ্ণতার শশী
খুব গোপনে একাই কাঁদি কান্না শেষে,
হাসিআমি হেটেছি অনেক পথ নিজেকে নিয়ে।
আমি বলেছি অনেক কথা, চোখে। সংগোপনে।