কান্নার জলটুকু মেঘেদের দিও
যার তরে কাঁদি তার চেয়েও প্রিয়
তুমি ডেকে নিও আমায়,
তোমার যখনই হবে সময়।
আমি তো চলে যাওয়া সময় নই,
যে ফিরে আসতে পারবো না আবার
ভুল করে তোমায় ভালোবেসেছি একদিন
তারপর মৃ'ত্যু আমায় ডাকছে প্রতিদিন।
তুমি তুমি করে তুমি হলে যার,
যেথায় মিললো তোমায় ঠাঁয়!
সেও কি বলে তোমায়
অনেক ভালোবাসতে চাই?
মৃত্যু খুঁজে বেড়ায় আমাকে
যানি নাহ আছি কেমন?
তোমায় ছেড়ে বহু দূর।
ভালোবাসা এককাল জলন্ত পাথরে উনুন।
আ'মৃত্যু পর্যন্ত কারাদণ্ড আসামি,
এ ভূবন রবে যত'দিন,
সাজা ভো'গ করতে হবে ততদি'ন!
এটাই আমাদের নিয়তির নীতি প্রতিদিন