নীরবতা এক প্রশান্তির নাম
নিকষ নিশীথে আকাশের সাদা মেঘ,
নিস্তব্ধতা এক কোলাহলের নাম
জলতরঙ্গে ছেয়ে থাকে ,
জোরালো আবেগের দাম ।
প্রাপ্তি এক বিরহের ঘ্রাণ
দুরের পথ চেয়ে সীমানা টানে দৃষ্টি
ধোঁয়াশা এক বেহায়াপনা মায়াতে
মরুময় অনিশ্চয়তাই যার দিব্যসৃষ্টি।
আমাদের একলা পথের নির্জনতা
দক্ষিণের ঝিরিঝিরি শংখসাজে,
আলপনাতে তবু হৃদয়ে সাজাই।
একটা পুরনো থেমে যাওয়া ঢেউয়ের মাঝে
আমি তোমাকে খুঁজে পাই।
তবু ও তোমার জন্য রিদায়
তৃষ্ণা অনুর্বরতা মেটে নাই।