মিটি মিটি হাসে মামা
নতুন জামা গায়,
পিল পিল পায়ে হেটে
মামা বাড়ি যায় ॥

মিষ্টি মধুর কথা বলে
মিষ্টি মিষ্টি হাসে,
কথা কাজে দেয় না ফাঁকি
নেয়না খাবার মুখে।

মামা অনেক নরম মানুষ
সুন্দর সুরে হাসে,
মুচকি হেসে কথা বলে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে ॥

মামা যদি রেগে যায়
আমি যাব ফেঁসে,
মামার আম্মু এসে বলবে
কানে ধরো বসে।

হাতে ধরি পায়ে পরি
রাগ করনা আর,
তুমি বড় মহৎ হও
নাই কোন ক্ষমা আমার

মামা হচ্ছে বাপের শালা
আমি হইলাম ভাগনা,
তোমার আামর ভালোবাসা
হবে নাহ কখনো মানা।