চায় মন খুঁজে মন নিরাপদ ঠাঁই,
যেমন মায়ের কোল তুলনা যে নাই।
বহু পথ পেরিয়ে ক্লান্ত পথিক,
নিবিড় শান্তি ছায়া খুঁজে অনিমিখ।
গহীন অরণ্য যেথা থরে থরে তরু,
শীতল ছায়ার পাটি আছে পথ সরু।
এমন মায়াবী বন ও বনানী ছায়,
সব ছেড়ে মন মোর সেথা যেতে চায়।
ধীরে বাহিত বায়ু দোলায় সে বন,
নতুনে আঁকা পথ দেখায় স্বপন।
ক্লান্ত পান্থ চলে নিরব সে বনে,
একটু শান্তি পাবে অন্তরে মনে।
নাই কোন কোলাহল বচসা বিবাদ,
নাই খেদ পরিতাপ দুঃখ বিষাদ।
নাই কোন পিছুটান নাই দাবী কারো,
এমন বিজন স্থান মায়াঘেরা আরো।
তা যদি হয় বুনো পত্র কুটির,
নিরাপদ শান্তির আশ্রয় নীড়।
শীতেতে নেব তাপ সূর্য হতে,
বনফুলে সাজব খুশীতে শরতে।
ক্লান্ত পথিক খুঁজে নিসর্গ কোল,
একটু শান্তির তরে নিরালাঞ্চল।
খোদার দৃষ্টি দয়া সদা মনে চাই,
সে আমায় দিতে পারে শান্তির ঠাঁই।
তাঁর দয়া দূর্গে খুঁজি আশ্রয়,
প্রভু দয়াময় ওগো চির প্রেমময়।