একদিন নিরব হয়ে যাবো
হাজারো কলরব আর শুনবো না
একদিন নিরব হয়ে যাবো
শুনবো না আহাজারি চিৎকার
শান্ত হয়ে শুয়ে থাকবো।

একদিন নিরব হয়ে যাবো
মৃতচিহ্নের মতো পড়ে রবে সব।
একদিন নিরব হয়ে যাবো
ভালো লাগবে না ওষ্ঠ তোমার হাসি


একদিন নিরব হয়ে যাবো
সেদিন আর তোমাকে দেখার তীব্র ইচ্ছে হবে না।
ছন্নছাড়া হয়ে এদিক ওদিক ঘুরাঘুরি হবে না।
হবে নাহ আর কত একলা থাকা সঙ্গী হীনতা
উপভোগ করতে হবে তোমাকে ছাড়া।
তুমি তা আাময় অবুজ আবলা কথা।