কবর, কারো কাছে এমন এক ঘর
যে ঘরে মেস্ক আম্বরের সুঘ্রাণ ভেসে বেড়াবে
যে ঘরে থাকবে একটা উন্মুক্ত দরজা।
জান্নাতের বাতাস এসে সেই ঘরের মানুষকে শান্তি দিবে যেন কেয়ামত পর্যন্ত,
তার ঘুমের কোনো অসুবিধা না হয়
কারণ পবিত্র সেই রূহ কত সময় ইবাদতের জন্য ঘুমায়নি৷
অনন্তকালের জীবনে শান্তির জন্য সে কত অশান্তি সহ্য করেছে৷
অনন্তকাল শান্তির জন্য সেই রূহ কত ত্যাগ স্বীকার করেছে৷
পবিত্র রূহ জান্নাতের সুবাতাসে শান্তির ঘুম ঘুমিয়ে থাকবে৷
কবর, কারো কাছে এমন এক ঘর
যে ঘরে ভেসে বেড়াবে দুনিয়ার সমস্ত দুর্গন্ধ
যে ঘর হবে এক টর্চার সেল।
সাজাপ্রাপ্ত রূহের চিৎকার কেউ শুনবে না,
যেমন করে সেই অভাগা রূহ শুনেনি কোরআন, হাদীস
যেমন করে সাজাপ্রাপ্ত রূহ শুনেনি আযান।