কিছু মন খারাপের সময় কেটে যাক
বদ্ধ রুমে নিস্তব্ধতায়।
কিছু কথা জং ধরে পড়ে থাকুক
অনুভূতির কিছু পাতায়।

কিছু প্রিয় মানুষ অপ্রিয় হয়ে
থাকুক ঘৃণার আক্রোশে।
কিছু সুন্দর মুহূর্ত  কেটে যাক ভুল মানুষের
সাথে,ভুল মানুষের হাতটি ধরে।

কিছু ব্যথা,কিছু অবহেলার যন্ত্রণা
বুলেটের বেগে হৃদয়ে এসে গেঁথে যাক,
নিজেকে নতুন করে সাজাতে।
কিংবা নিজেকে একটুখানি শক্ত
মানুষ হিসেবে তৈরি করতে।

যন্ত্রণা পেয়েই যদি মানুষ শক্ত হয়,
নতুনরূপে নিজেকে সাজিয়ে তুলে
তাহলে যন্ত্রণায় ভালো।