জীবন তুমি ফুরিয়ে আসো
নিভু নিভু দীপের আলোর মত,
তবু পবনের কাছে হবে না নত।

জীবন তুমি হারিয়ে যাও,
পথ হারা ঐ পথিকের মত
তবু নিজেকে রেখো না আবদ্ধ।