সময়ের সাথে যেখানে গোটা পৃথিবী বদলে যায়,
সেখানে মানুষ আর কী জিনিস,বোঝে না কেউ?
জীবন কেটে যাক এভাবে,যান্ত্রিক শহরের কোলাহলময় মানুষদের থেকে দূরে সময়ের সাথে সাথে।
মানুষ জীবন্ত মারা যায় মানুষের অভাবে,
অ'ত্যা'চারে মানুষ টেরও পায় না।
মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে,
প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে।

বিশ্বাসী মানুষের অবিশ্বাসী রুপ দেখিবার মতো বিরম্ভনা জগতে আর কিছুতে নাই!
বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়,মানুষের অস্তিতহীন।
জে'দ ধরতাম,এখন ধৈর্য্য ধরি!
নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি।
তুমি হীনা মরুভূমি রুক্ষ বালি-কণা
তোমাকে ভোলা যাবে নাহ হে প্রিয়তমা!

আমিও হারিয়ে যাবো কোনো এক বেলায়
যেমন করে সন্ধ্যা নেমে এলে সূর্য হারায়।
প্রচন্ড অভিমানে যারা হারিয়ে যাবো।
তবুও শত অনুরোধেও আর ফিরে আসবো না।
ভেবে নিও তোমাতে আমি বিদ্রোহ
জীবন পরিবর্তন করা যদি জরুরি হয়
সব কথা যদি ভেঙে বুঝিয়ে দিতে হয়,
তাহলে তুমি আমায় বুঝলে কই?

অপেক্ষা করেও যদি তোমাকে পাওয়া হয়
আমি সারাজীবন অপেক্ষা করতে রাজি।
হারানোর যন্ত্রণার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা
অনেক ভয়ংকর যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকে,
গেছে জীবন দুদিকে দু'জনারই
মেনে নিলেও কি মেনে নিতে পারি সবেই
তবুও কিছু কথা থাক নাহ জানা হে প্রিয় তমা।